সোমবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা থেকে তাকে গ্রেফতার করে দুদকের একটি টিম।
দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ বাংলানিউজকে জানান, জুনায়েদ হোসেন লস্কর ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে খুলনার প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৩ টাকা লস্কর ট্রেডার্সের অনুকূলে ঋণ গ্রহণ করেন।
এই টাকা তিনি প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেছেন বলে ব্যাংক কর্তৃপক্ষ গত ১৯ আগস্ট খুলনার দুদক কার্যালয়ে মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করছেন দুদক কর্মকর্তা নীলকমল পাল। এ মামলায় দুপুরে জুনায়েদ হোসেন লস্করকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এইচএ/