ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ব্যাংকের টাকা আত্মসাতে এসপি গোল্ডেন লাইনের মালিক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
ব্যাংকের টাকা আত্মসাতে এসপি গোল্ডেন লাইনের মালিক গ্রেফতার

সাতক্ষীরা: প্রতারণার মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগে সাতক্ষীরার লস্কর ট্রেডার্স ও এসপি গোল্ডেন লাইনের স্বত্বাধিকারী জুনায়েদ হোসেন লস্কর ওরফে বায়রনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (৪ নভেম্বর) দুপুরে খুলনা থেকে তাকে গ্রেফতার করে দুদকের একটি টিম।

দুদকের খুলনা কার্যালয়ের সহকারী পরিচালক ফয়সাল মাহমুদ বাংলানিউজকে জানান, জুনায়েদ হোসেন লস্কর ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর থেকে ২০০৯ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে খুলনার প্রিমিয়ার ব্যাংক থেকে ৪ কোটি ৯৭ লাখ ৪ হাজার ৬৩ টাকা লস্কর ট্রেডার্সের অনুকূলে ঋণ গ্রহণ করেন।

২০১৭ সালের ১৮ নভেম্বর পর্যন্ত এই টাকা ১০ কোটি ২৪ লাখ ৫৩ হাজারে দাঁড়ায়।

এই টাকা তিনি প্রতারণামূলকভাবে আত্মসাৎ করেছেন বলে ব্যাংক কর্তৃপক্ষ গত ১৯ আগস্ট খুলনার দুদক কার্যালয়ে মামলা দায়ের করে। মামলাটি তদন্ত করছেন দুদক কর্মকর্তা নীলকমল পাল। এ মামলায় দুপুরে জুনায়েদ হোসেন লস্করকে খুলনা থেকে গ্রেফতার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৬৩২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।