ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মামলা-জিডি করতে টাকা লাগে না কোটালীপাড়া থানায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
মামলা-জিডি করতে টাকা লাগে না কোটালীপাড়া থানায়

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া থানা ভবনের প্রবেশদ্বারে ও ডিউটি অফিসারের রুমে ব্যতিক্রমী সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। এতে লেখা আছে- ‘কোটালীপাড়া থানায় মামলা বা জিডি করতে টাকা লাগে না’।

কোটালীপাড়া থানায় সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন। ওসির এই উদ্যোগকে কোটালীপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছে।

ওসি শেখ লুৎফর রহমান বলেন, থানায় সেবাপ্রত্যাশীরা যেন কোনো প্রকার প্রতারণা বা হয়রানির শিকার না হন, সেজন্য এই সাইনবোর্ড টাঙানো হয়েছে। আমরা কোটালীপাড়া থানার পক্ষ থেকে কোনো প্রকার টাকা ছাড়াই জনগণকে সেবা দিতে চাই।

বাংলাদেশ সময়: ০৬৪৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।