মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার খাদঘর এলাকায় ব্রিফকেসের ভেতর এক কিশোরীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা হাইওয়ে পুলিশে খবর দেন। পরে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
দেবিদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. রবিউল বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের খাদঘর এলাকায় রাস্তার পাশে লাল ব্রিফকেসের ভেতর থেকে আনুমানিক ১৩ বছরের অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছি। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাকে শ্বাসরোধ করে হত্যা করে রাস্তার পাশে ফেলে যায়। উদ্ধারের সময় তার নাকে রক্ত বের হওয়ার চিহ্ন ছিল। কিশোরীর পরনে ছিল সাদা প্রিন্টের জামা ও সাদা টাইটস, তার চুল ছোট।
এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল আনোয়ার বাংলানিউজকে বলেন, তদন্ত সাপেক্ষে হত্যার রহস্য উদঘাটন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এফএম/