মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর জেলা পরিষদ থেকে তাকে আটক করে দুদক।
দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দিনাজপুর সদর উপজেলার বড়ইল গ্রামের মো. সাইফুল আলীর স্ত্রী শাবানা খাতুন জেলা পরিষদের বাঙ্গিবেচা মৌজায় সাড়ে ৯ শতক জমি লিজ নেওয়ার জন্য আবেদন করেন। জেলা পরিষদ জমিটি লিজ দেওয়ার পক্ষে মতামত দিলেও শাবানা খাতুনের কাছে সার্ভেয়ার আল আমিন ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন। টাকা না দিলে তাকে ওই জমি লিজ দেওয়া হবে না জানিয়ে দেন সার্ভেয়ার আল আমিন। এ ব্যাপারে সমন্বিত জেলা দুদক অফিসে অভিযোগ করেন শাবান খাতুন।
মঙ্গলবার সকালে শাবান খাতুন জমির লিজ নেওয়ার জন্য আল আমিনকে ২০ হাজার টাকা দেন। এসময় অভিযান চালিয়ে সার্ভেয়ার আল আমিনকে ঘুষের টাকাসহ হাতেনাতে আটক করে দুদক।
এ ব্যাপারে সার্ভেয়ার আল আমিনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
আরএ