ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, আটক ২

বগুড়া: বগুড়ায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে প্রতারক চক্রের ২ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুর ২টায় বগুড়া গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।  

আটকরা হলেন- বগুড়ার গাবতলী উপজেলার নাংলু শিমুল ট্যাক এলাকার মো. আবু মুসা (২৬) ও নওগাঁর ধামুরহাট উপজেলার বাদাল চাদপুর এলাকার মো.আজিজুল ইসলাম (৩৮)।

ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৪ নভেম্বর) রাতভর অভিযান চালিয়ে মুসা ও আজিজুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে সরকারি চাকরির ভুয়া নিয়োগপত্র এবং বিপুল পরিমাণ চেক ও স্ট্যাম্প উদ্ধার করা হয়।

জানা যায়, কিছুদিন আগে গাবতলী উপজেলার বাহাদুনপুর গ্রামের মো. রাসেল মিয়া (১৮) নামে এক তরুণকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে ভুয়া নিয়োগপত্র তৈরি করে দিয়ে প্রায় ৭ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেন মুসা ও আজিজুল।  

তাদের বিরুদ্ধে প্রতারণা আইনে মামলা করে আদালতে পাঠানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
কেইউএ/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।