ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘আওয়ামী লীগে ধান্দাবাজের জায়গা হবে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
‘আওয়ামী লীগে ধান্দাবাজের জায়গা হবে না’ বক্তব্য রাখছেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান।

বাগেরহাট: বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেছেন, দলে কোনো ধান্দাবাজের জায়গা হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দুর্নীতি করেন না। বর্তমান যুগে তিনি সততার উদাহরণ হয়ে আছেন। তাই তার দলে কোনো টেন্ডারবাজ, কালোবাজারি ও ক্যাসিনো পার্টি থাকতে পারবে না।

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে বাগেরহাটের মোল্লাহাট উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আব্দুর রহমান বলেন, প্রধানমন্ত্রী ঘর থেকে শুদ্ধি অভিযান শুরু করেছেন।

ঘরের ভেতরের শুদ্ধি অভিযান শেষ হলে, শুরু হবে আসল কাজ। সময় থাকতে ভালো হয়ে যান।

দুর্নীতি ও অনিয়ম করে আওয়ামী লীগে থাকা যাবে না বলে নেতাকর্মীদের সতর্ক করেন দলটির এ কেন্দ্রীয় নেতা।

উপজেলার খলিলুর রহমান ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট আমিরুল আলম মিলন। সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন আহমেদ, কৃষি বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মাদ আলী প্রমুখ।

সম্মেলনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে উপস্থিত নেতাকর্মীদের সম্মতিতে আবারও কালিপদ বিশ্বাসকে সভাপতি ও শাহীনুল আলম ছানাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সবার মতামত নিয়ে আগামী সাতদিনের মধ্যে ৭১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা,  নভেম্বর ০৫, ২০১৯
এসএসএস/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।