ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে আইন বিষয়ক প্রশিক্ষণ-কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
কুড়িগ্রামে আইন বিষয়ক প্রশিক্ষণ-কর্মশালা কর্মশালায় কুড়িগ্রাম পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খানসহ অন্যরা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: সড়কে শৃঙ্খলা বজায় রাখতে কুড়িগ্রামে জনসচেতনতামূলক ট্রাফিক আইন বিষয়ক প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম ট্রাফিক বিভাগ ও জেলা পুলিশের উদ্যোগে মঙ্গলবার (৫ নভেম্বর) জেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় মটর মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা এবং সাধারণ শ্রমিকরা অংশ নেন।

কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মহিবুল ইসলাম খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বিআরটিএ’র মটরযান পরিদর্শক মাহবুবার রহমান, ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) জাহিদ সরোয়ার, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদার, সেক্রেটারি শহিরুজ্জামান রাছেল, ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

বক্তারা সড়কে শৃঙ্খলা বজায় রাখতে নতুন সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান জানান। এছাড়া নতুন আইনে শাস্তি ও জরিমানা এড়িয়ে চলার জন্য সচেতনতার পাশাপাশি বৈধ কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এফইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।