মঙ্গলবার (০৫ নভেম্বর) বিকেলে ভৈরব রেওলয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বাংলানিউজকে এ তথ্য জানান।
এর আগে সকালে ভৈরব রেলওয়ে স্টেশনে সিলেট-ঢাকাগামী আন্তঃনগর ট্রেন কালনী থেকে তাকে আটক করা হয়।
রাসেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাকড়তিয়া গ্রামের দিদার শেখের ছেলে।
রাসেলের বরাত দিয়ে ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বাংলানিউজকে জানান, ঢাকার মহাখালী থেকে আমিনুল ইসলাম নামে এক ব্যক্তি এসব বৈদেশিক মুদ্রা আনতে তাকে সিলেটে পাঠান। পরে সিলেট থেকে ঢাকা ফেরার পথে ভৈরব স্টেশনে সকালে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ হাজার সৌদি রিয়াল এবং ১৪ হাজার ১০০ পাউন্ড টাকা জব্দ করা হয়। যার মূল্য ২৬ লাখ ৮ হাজার ৭০০
টাকা।
আটক রাসেলের নামে মানি লন্ডারিং আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসআরএস