ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতে বাংলাদেশি বেসরকারি টিভির সম্প্রচার ফি কমবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
ভারতে বাংলাদেশি বেসরকারি টিভির সম্প্রচার ফি কমবে

ঢাকা: ভারত পশ্চিম বাংলায় বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল সম্প্রচারে ফি কমানোর আশ্বাস দিয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

তিনি বলেন, পশ্চিম বাংলায় বাংলাদেশি বেসরকারি চ্যানেলগুলো দেখা যায় না। সেখানে বাধাটা হচ্ছে পশ্চিম বাংলার ক্যাবল অপারেটরদের পক্ষ থেকে উচ্চ ফি দাবি করেন।

এই বিষয়টি আলোচনা করেছি। ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভাদকার বিষয়টি গভীরভাবে দেখবেন বলে জানিয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভাদকারের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান।  

তথ্যমন্ত্রী বলেন, শ্রী প্রকাশ জাভাদকার মূলত একটি জলবায়ুর অনুষ্ঠানে এসেছেন। তিনি ভারতের শুধু তথ্য ও সম্প্রচার মন্ত্রী নন, জলবায়ু মন্ত্রীও। সাক্ষাতে আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আপনারা জানেন যে, ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপড়ে একটি ছবি নির্মাণকাজ শুরু হয়েছে। সেটির অগ্রগতির সম্পর্কে আমরা আলোচনা করেছি। এছাড়া ভারতের সঙ্গে একটি চুক্তি আছে তারা আমাদের মুক্তি যুদ্ধের ওপড়ে ছবি বানানো বা প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের বিষয়েও আলোচনা করেছি।  

তিনি বলেন, আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি বিশেষ করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) অধীনে বঙ্গবন্ধু ফিল্ম সিটি নির্মাণ করছি, সেটা কিভাবে আরও সুন্দর বৃহত্তর পরিসরে করা যায় সেজন্য তাদের সহযোগিতা চেয়েছি। তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন। এছাড়া অন্যান্য বিষয়েও আলোচনা হয়েছি। বাংলাদেশের বিটিভি সমগ্রভারতে ফ্রি ডিসের মাধ্যমে দেখতে পাচ্ছে। তবে আমাদের বেসরকারি চ্যানেলগুলো পশ্চিম বাংলায় দেখা যায় না।

তিনি বলেন, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের বেসরকারি টিভিগুলো সম্প্রচারে কোনো বিধি নিষেধ নেই। সে কারণে ত্রিপুরাতে সেগুলো দেখা যায়। আমি নিজে দেখেছি। কিন্তু পশ্চিম বাংলায় দেখা যায় না। সেখানে বাধাটা হচ্ছে পশ্চিম বাংলার ক্যাবল অপারেটরদের পক্ষ থেকে উচ্চ ফি দাবি করা হয়েছে। এ বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। মন্ত্রী এ বিষয়টি গভীরভাবে দেখবেন বলে জানিয়েছেন। যাতে আমাদের বেসরকারি চ্যানেলগুলোও সেখানে দেখা যায়।

ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রী শ্রী প্রকাশ জাভাদকার বলেন, আমাদের মধ্যে অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। যেমন সস্কৃতি, রাজনৈতিক, ফিল্ম ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ টেলিভিশন নিয়ে। এরমধ্যে মধ্যে বাংলাদেশ টেলিভিশন ভারতে সম্প্রচার শুরু হয়েছে। তাই বাংলাদেশেও ভারতের টেলিভিশন ডিডি ইন্ডিয়া রিলে করে দেখানো শুরু করেছে। এ বিষয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি বলেন, আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে নিয়ে দু’টি চলচ্চিত্র বানাচ্ছি। আমি সবাইকে ভারতে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের চলচ্চিত্র দিন দিন উন্নতি করছি। পুনেতে চলচ্চিত্র শিল্প প্রতিষ্ঠানসহ ভালো আরর্কাইভ রয়েছে। দেখার আমন্ত্রণ জানিয়েছি।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯ 
জিসিজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।