ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে শিক্ষক কারাগারে ছবি: প্রতীকী 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক সালাহ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। 

মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে ওই শিক্ষককে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতার সালাহ উদ্দিন উপজেলার হারুন মোল্লারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

ওই ছাত্রী একই বিদ্যালয়ে চতুর্থ শ্রেণিতে পড়ে।

পুলিশ জানায়, অভিযুক্ত শিক্ষক সোমবার (৪ নভেম্বর) বিদ্যালয়ের একটি কক্ষে ডেকে নিয়ে এক ছাত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে। ওই ছাত্রী বাড়িতে গিয়ে ঘটনাটি জানায়। পরে রাতে তার মা বাদী হয়ে শিক্ষক সালাহ উদ্দিনের বিরুদ্ধে রামগতি থানায় মামলা দায়ের করেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক বাংলানিউজকে বলেন, শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর মা মামলা করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসআর/এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।