মঙ্গলবার (৫ নভেম্বর) এ অপরাধে শাপলা ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে সিলেটের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই সময়ে পার্শ্ববর্তী আবিবা মেডিসিন কর্নারে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় তাদেরও ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেটের সহকারি পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, একটি রেস্তোরা, দুটি ফার্মেসি ও একটি গ্রোসারি শপকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ কর্মকর্তা আরও জানান, শাপলা ফার্মেসিতে মেয়াদহীন ওষুধ মিলেছে। ওষুধের মোড়কে নতুন করে দাম ও মেয়াদের তারিখ বসানো হয়েছে। অন্য প্রতিষ্ঠানগুলোর পণ্যেও বিভিন্ন অনিয়ম পাওয়ায় জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
এনইউ/এইচজে