মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে হাপানিয়া সীমান্তের ২৩১-৩২ পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশে করলে তাদের আটক করে বিএসএফ। প্রথমে সাত জন আটকের কথা সাংবাদিকদের জানানো হয়।
সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে মঙ্গলবার ভোরে ২৩১/১০ (এস) নম্বর মেইন পিলারের কাছ থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।
নওগাঁ ১৬ বিজিবির সিও লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, বিএসএফের হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিকেলে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছিল। কিন্তু বিএসএফ এখনো বসতে পারেনি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছি।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসএইচ