ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৮ বাংলাদেশিকে ফেরাতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
৮ বাংলাদেশিকে ফেরাতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

নওগাঁ: নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে ৮ বাংলাদেশিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এরইমধ্যে তাদের ফেরত আনতে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে কখন এ বৈঠক শুরু হবে তা নিদ্দিষ্ট করে কেউ জানাতে পারেনি।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে হাপানিয়া সীমান্তের ২৩১-৩২ পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশে করলে তাদের আটক করে বিএসএফ। প্রথমে সাত জন আটকের কথা সাংবাদিকদের জানানো হয়।

পরে আরও একজনসহ মোট ৮ জনকে আটকের কথা জানায় বিএসএফ।  

সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। গরু নিয়ে ফেরার পথে মঙ্গলবার ভোরে ২৩১/১০ (এস) নম্বর মেইন পিলারের কাছ থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

নওগাঁ ১৬ বিজিবির সিও লে. কর্নেল আরিফুল ইসলাম জানান, বিএসএফের হাতে আটক বাংলাদেশিদের ফিরিয়ে আনতে বিকেলে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছিল। কিন্তু বিএসএফ এখনো বসতে পারেনি। আমরা বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছি।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।