মঙ্গলবার (০৫ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার নিলখী ইউনিয়নের কলাতলা গ্রামে ‘জনতার পুলিশ’ কার্যক্রম পরিচালনা করে শিবচর থানা পুলিশ।
শিবচর থানা সূত্রে জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ কোনো সমস্যায় পড়লে থানায় আসতে অনেক সময় ভয় পায়।
‘জনতার পুলিশ’ কার্যক্রম পরিচালনার সময় পুলিশ কর্মকর্তারা সাধারণ মানুষের বিভিন্ন সমস্যা শোনেন ও বিভিন্ন সচেতনতামূলক পরামর্শ দেন। এদিন এই গ্রামের মানুষের পক্ষ থেকে ৩টি সাধারণ ডায়রি ও ১টি অভিযোগ দায়ের করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বাংলানিউজকে বলেন, গ্রামের মানুষ থানা-পুলিশ ভয় পায়। তাদের মনের ভ্রান্ত ধারণা পাল্টে দিয়ে অপরাধ দমনে আমাদের এই কার্যক্রমের শুরু। প্রত্যন্ত অঞ্চলে এই কার্যক্রম শুরুর সঙ্গে সঙ্গে জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। পর্যায়ক্রমে উপজেলার সব গ্রামেই এই কার্যক্রম পরিচালিত হবে।
বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৯
এমএমইউ