মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শেখেরকোলা ইউনিয়নের বালাকৈগাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পপি ওই এলাকার রিপন হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে নিহত পপির সঙ্গে বালাকৈগাড়ি এলাকার রিপনের বিয়ে হয়। তাদের ঘরে রিপামনি (৪) ও রাজিয়া (৯ মাস) নামে দু’টি মেয়ে রয়েছে।
জানা গেছে, পপিকে তার স্বামী বিভিন্নভাবে নির্যাতন করতেন। নির্যাতন সইতে না পেরে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা এলাকাবাসীর।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা বাংলানিউজকে জানান, সকালে বালাকৈগাড়ি এলাকায় পপির শ্বশুর বাড়ির বাথরুমের সিলিংয়ের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে মরদেহ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
কেইউএ/এবি