ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় অস্ত্র-গুলিসহ ৫ গ্যাংস্টার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
ফতুল্লায় অস্ত্র-গুলিসহ ৫ গ্যাংস্টার আটক আটক গ্যাংস্টার গ্রুপের পাঁচ সদস্য।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্র ও গুলিসহ গ্যাংস্টার গ্রুপের পাঁচ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার আলেপ উদ্দিন।

তিনি জানান, মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে ইসদাইর বটতলা গাবতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ সময় তাদের দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগজিন, ১২ রাউন্ড পিস্তলের গুলি ও পাঁচটি রামদা।

আটকরা হলেন- কামরুল হাসান (৩৭), সাদ্দাম হোসেন (২৮), আলমগীর হোসেন (২৮), জীবন মিয়া (২৭) ও লিটন চন্দ্র দাস (৩৫)।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা গ্যাংস্টার গ্রুপের সদস্য বলে স্বীকার করেছে। তারা পোশাক শিল্পগামী নারীদের উত্ত্যক্ত করে আসছিল। তাদের নেতৃত্ব দেন উজ্জ্বল নামে এক গাবতলী নতুন বাজার এলাকার এক সন্ত্রাসী। তিনি পলাতক রয়েছে। গ্রুপটি সন্ত্রাসী কার্যক্রম, ছিনতাইসহ এলাকায় অপরিচিত লোক দেখলেই নানাভাবে হেনস্তা করে। তারা সাধারণ মানুষের সঙ্গে থাকা ব্যাগ, মোবাইলফোন, নারীদের ব্যাগ কেটে ব্যাগে থাকা জিনিসপত্র ছিনতাই করে। দীর্ঘদিন ধরে নজরদারির পর তাদের আটক করে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
এএটি    

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।