গত বছরের তুলনায় এবার একটু ব্যতিক্রমভাবে শীত পড়তে শুরু করেছে এ জেলায়। দেখা গেছে শীত আগমনের কারণে রূপ বদলাতে শুরু করেছে প্রকৃতি।
আবহাওয়া অফিস বলছে, নভেম্বরের মাঝামাঝি সময় থেকে হালকা শীত পড়তে শুরু করলেও ডিসেম্বরে পুরোপুরি শীত পড়তে শুরু করে পঞ্চগড়ে। আবহাওয়া পরিবর্তনসহ এ জেলা হিমালয়ের একদম কাছাকাছি হওয়ায় পঞ্চগড় জেলায় স্বাভাবিকভাবেই শীত একটু বেশি।
সরেজমিনে বুধবার (৬ নভেম্বর) সকালে জেলার তেঁতুলিয়া উপজেলায় দেখা যায় প্রায় কুয়াশাচ্ছন্ন বেশকিছু এলাকা।
আব্দুল হামিদ নামে একজন বাংলানিউজকে জানান, সকালে হালকা কুয়াশার পাশাপাশি ঠাণ্ডা বাতাস শুরু হয়েছে। আবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম পড়তে শুরু করে।
তেঁতুলিয়া সদর উপজেলার গৃহিণী মাসুদা বেগম জানান, হালকা শীত শুরু হওয়ায় এরই মধ্যে লেপ-কাঁথা বের করা হয়েছে। রাতে কাঁথা গায়ে না দিলে ঘুমানো যাচ্ছে না।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে জানান, বুধবার (৬ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৫ ডিগ্রি। আর মঙ্গলবার (৫ নভেম্বর) সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়স।
গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে। এর আগে গত ৪ নভেম্বর তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বলে জানান এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
আরএ