ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাড়া দেয়নি বিএসএফ, আটক ৮ জনকে ভারতীয় থানায় হস্তান্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
সাড়া দেয়নি বিএসএফ, আটক ৮ জনকে ভারতীয় থানায় হস্তান্তার

নওগাঁ: পতাকা বৈঠকের আহ্বানে সাড়া না দিয়ে নওগাঁর পোরশা উপজেলার হাপানিয়া সীমান্ত থেকে বিএসএফ’র হাতে আটক হওয়া ৮ বাংলাদেশিকে  ভারতের হবিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোরে হাপানিয়া সীমান্তের ২৩১-৩২ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশে করলে তাদের আটক করে বিএসএফ। পরে তাদের ফেরাতে বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করে বিজিবি।

কিন্তু বৈঠকে সাড়া না দিয়ে আটকদের বুধবার (০৬ নভেম্বর) দুপুরে ভারতের হবিপুর থানায় তাদের হস্তান্তর করা হয়।

বিজিবি জানায়, কয়েকজনের একটি দল ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়।  গরু নিয়ে ফেরার পথে ২৩১/১০ (এস) নম্বর মেইন পিলার থেকে ভারতের অভ্যন্তরে ক্যাদারীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের আটক করে।

নওগাঁ ১৬ বিজিবি হাপানিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মোকলেস উদ্দিন বাংলানিউজকে জানান, যেহেতু তারা ভারতের অনুপ্রবেশ করেছে সে কারণে আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে ভারতীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ।

বিএসএফের বরাত দিয়ে তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে সরকারিভাবে তাদের দেশে ফেরত পাঠাবে বিএসএফ।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।