বুধবার (৬ অক্টোবর) ভোরে বিরামপুর রেলস্টেশনে কাছে এ দুর্ঘটনা ঘটে।
বিরামপুর রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান বাংলানিউজকে জানান, খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৭৪৭ নম্বর আপ সীমান্ত এক্সপ্রেস বুধবার ভোরে বিরামপুর রেলস্টেশনে প্রবেশের সময় ট্রেনের শেষ বগির নিচে বিকট শব্দ হয়।
অপরদিকে ওই লাইনের আশপাশের লোকজন পলাশবাড়ি রেলগেটের উত্তর পাশে প্রায় দেড় ফুট লাইন ভাঙা দেখতে পেয়ে স্টেশনে খবর দেন। স্টেশন মাস্টার তাৎক্ষণিকভাবে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন।
এসময় ওই লাইন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী ৭৯৩ নম্বর আপ পঞ্চগড় এক্সপ্রেস যাওয়ার কথা ছিল। কিন্তু লাইন ভাঙার খবর পেয়ে রেল কর্তৃপক্ষ পঞ্চগড় এক্সপ্রেসকে পাঁচবিবি স্টেশনে থামিয়ে দেন এবং চিলাহাটি থেকে রাজশাহীগামী ৭৩২ নম্বর বরেন্দ্র এক্সপ্রেসকে বিরামপুর স্টেশনে দাঁড় করিয়ে রাখেন।
হিলি থেকে লাইন মেরামতের লোকজন এসে ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে সাময়িকভাবে ভাঙা লাইন মেরামতের পর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি গন্তব্যের উদ্দেশে রওনা হলে ওই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
আরএ