বুধবার (০৬ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আব্দুল মান্নান আসামির উপস্থিতিতে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রেজাউল মোড়ল খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মালতিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২২ ডিসেম্বর রাত ১১টার দিকে আসামি রেজাউল খাবার খেয়ে স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে তাদের ঘরে খাবার খেতে আসা শ্রমিক আলমগীর ডাক দিলে কোনো সাড়া না পেয়ে তিনি ঘরের দরজা দিয়ে দেখেন ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূর মরদেহ পড়ে রয়েছে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় ওই গৃহবধূর বাবা শাহজাহান মোড়ল বাদী হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে আসামির উপস্থিতিতে বিচারক এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এনটি