বুধবার (৬ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের চামড়া পট্টি রেলওয়ে ইয়ার্ড থেকে বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের (পাকশী) বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুজ্জামান।
বাংলাদেশ রেলওয়ে সিরাজগঞ্জ বাজারের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী/কার্য মো. জুয়েল মিয়া বাংলানিউজকে জানান, পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রায় ২৭ হাজার একর জমির মধ্যে আড়াই হাজার একর জমিতে অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। রেলের এসব জায়গা দখলমুক্ত করে নিজস্ব সম্পদ নিয়ন্ত্রণে নেওয়া, নিরাপত্তা নিশ্চিত করা ও রাজস্ব আয় বৃদ্ধির লক্ষে এই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
তিনি বলেন, আজ সকাল থেকে চামড়া পট্টি থেকে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন পর্যন্ত শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমআরএ/