ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে ক্যানসার আক্রান্ত ৬ রোগীকে সরকারি সহায়তা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৭ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
হবিগঞ্জে ক্যানসার আক্রান্ত ৬ রোগীকে সরকারি সহায়তা

হবিগঞ্জ: হবিগঞ্জে দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত ছয় রোগীকে সরকারি সহায়তা দেওয়া হয়েছে। ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড ও জন্মগত হৃদরোগীর আর্থিক সহায়তা প্রকল্প কর্মসূচির আওতায় প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেয় সমাজসেবা অধিদপ্তর।

বুধবার (৬ নভেম্বর) দুপুরে হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির নিজ কার্যালয়ে রোগী ও তাদের স্বজনদের হাতে আনুষ্ঠানিকভাবে সহায়তার চেক তুলে দেন।  

সহায়তাপ্রাপ্ত রোগীরা হলেন- শায়েস্তাগঞ্জ উপজেলার চরহামুয়া গ্রামের নূরুল ইসলামের ছেলে আবুল কালাম, সদর উপজেলার বারা পইল গ্রামের আরছর উল্লার ছেলে আরিফ মিয়া, পইল ফুলবাড়ি এলাকার আইয়ুব আলীর মেয়ে হেনা আক্তার, রিচি গ্রামের সিদ্দিক আলীর স্ত্রী ফুলবানু, ছোট বহুলা গ্রামের আব্দুল জলিলের স্ত্রী মারিয়া আক্তার ও চরগাঁও গ্রামের দোলা মিয়ার ছেলে ছাদিকুর রহমান।

রোগী আবুল কালাম বাংলানিউজকে বলেন, দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসায় সর্বস্ব শেষ হওয়ার পথে। সরকারি ৫০ হাজার টাকা সহায়তা পাওয়ায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

চেক হস্তান্তরের সময় সংসদ সদস্য আবু জাহির রোগীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জালাল উদ্দিন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমআরএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।