মিয়ানমারের নাগরিক শুকতারা এক দালালের মাধ্যমে শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট করতে এসে আটক হন। এসময় দালাল বাবুল ফকির (৪০) পালিয়ে যান।
শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপসহকারী পরিচালক শেখ মহাবুর রহমান বাংলানিউজকে জানান, দুপুর ১২টার দিকে শরীয়তপুরের জাজিরা উপজেলার পালেরচর ইনিয়নের মোহন ফকিরকান্দি গ্রামের খবির ফকিরের ছেলে বাবুল ফকির ও তার স্ত্রী পরিচয়ে শাহিদা আক্তার নামে এক নারী পাসপোর্ট করতে আসেন। প্রথমে বাবুল ফকিরের আবেদনপত্র যাচাই-বাছাই শেষে গ্রহণ করা হয়। পরে বাবুলের স্ত্রী পরিচয়ে শাহিদা আক্তার নামে এক নারীর আবেদন ফরম যাচাই বাছাইকালে তার কথাবার্তায় রোহিঙ্গা বলে সন্দেহ হয়। পরে অধিক জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে নিজেকে রোহিঙ্গা বলে স্বীকার করেন। তার আসল নাম শুকতারা বলে জানান। সে চার বছর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে। বাবুল ফকির তাকে স্ত্রী পরিচয়ে পাসপোর্ট করার জন্য নিয়ে আসে। রোহিঙ্গা নারী শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গে বাবুল ফকির পালিয়ে যায়।
পরে পালং মডেল থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পালং মডেল থানা পুলিশের একটি মোবাইল টিম শরীয়তপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এলে তাদের কাছে ওই রোহিঙ্গা নারীকে হস্তান্তর করা হয়।
পালল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন বলেন, আটক রোহিঙ্গা নারীকে কোর্টে চালান করা হবে। এছাড়া তিনি কার মাধ্যমে শরীয়তপুরে পাসপোর্ট করতে এসেছেন তা তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এসএইচ