ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজাপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নারীসহ আহত ১০

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
রাজাপুরে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে নারীসহ আহত ১০

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় জমি নিয়ে বিরোধের সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

বুধবার (৬ নভেম্বর) সকালে উপজেলার বড় গালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- বড় গালুয়া গ্রামের সেকেন্দার সিকদার (৭০) তার স্ত্রী কুনসুম বেগম (৫৮), ছেলে মিন্টু সিকদার (৪০), মিন্টুর স্ত্রী তাসলিমা বেগম (৩৫), মিজান সিকদার (৩৮) এবং তাদের প্রতিপক্ষ মৃত হানিফ সিকদারের স্ত্রী ফাতেমা বেগম (৫০), ছেলে বাচ্চু সিকদার (২৬), মাসুম সিকদার (৩০), রিনা আক্তার (২৫) ও লামিয়া আক্তার।

তাদের রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, র্দীঘদিন ধরে সেকেন্দারের পরিবারের সঙ্গে মৃত হানিফ সিকাদরের পরিবারের জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। এ নিয়ে উভয় পক্ষের কয়েকটি মামলাও চললাম রয়েছে। এসব ঘটনার জের ধরে সকালে বাকবিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ ও সেকেন্দারের বসতঘরে হামলার ঘটনা ঘটে। পরে আহত রোগীদের চিকিৎসার জন্য স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতেও বাধা দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।  

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বাংলানিউজকে জানান, উভয়পক্ষ থেকেই মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।