ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রৌমারীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
রৌমারীতে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নয় বছরের এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগে জেনারুল ইসলাম (২৪) নামে এক ভ্যানচালকের নামে মামলা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় রৌমারী থানায় শিশুটির মা বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। এর আগে সকাল ১১টার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের বন্দবের গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, বন্দবেড় গ্রামের সমশের আলীর ছেলে ভ্যানচালক জেনারুল ইসলাম শিশুটিকে ফুসলিয়ে বাড়ির পাশের ধানক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে সে পালিয়ে যায়। পরে শিশুটিকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

রৌমারী স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোমেনুল ইসলাম বাংলানিউজকে জানান, শিশুটিকে ধর্ষণের আলামত পাওয়া গেছে। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। প্রাথমিক চিকিৎসা শেষে যথাযথ ব্যবস্থার নেওয়ার জন্য শিশুটিকে পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইনাম বলেন, শিশুটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য কুড়িগ্রামে পাঠানো হয়েছে। ধর্ষিতার মা বাদী হয়ে থানায় মামলা করেছেন। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এফইএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।