ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
মাদারীপুরে মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ

মাদারীপুর: মাদারীপুর সদর উপজেলায় আসিব নামে দ্বিতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষক ইউসুফ আলীর বিরুদ্ধে।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার গাছবাড়িয়া কওমি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষক ইউসুফ পলাতক রয়েছেন।

মাদ্রাসাছাত্র স্বজনরা জানান, পড়ালেখায় অমনযোগী হওয়ায় গত রোববার (৩ নভেম্বর) জোড়া বেত দিয়ে মাদ্রাসাছাত্র আসিবকে পেটায় মাদারীপুর সদর উপজেলার গাছবাড়িয়া কওমি মাদ্রাসার শিক্ষক ইউসুফ। পরে ভয়ে মাদ্রাসাছাত্রর আবাসিক হোস্টেল থেকে ওইদিনই পালিয়ে বাড়িতে আসে আসিব। পরিবারের সদস্যরা মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে আসিবকে বুঝিয়ে পুনরায় মাদ্রাসায় দিয়ে আসেন। এরপরে মাদ্রাসার শিক্ষক ইউসুফ বুধবার বিকেলেও একই কারণে মারধর করলে আসিব অচেতন হয়ে পড়ে। এ ঘটনা ভিন্নখাতে নেওয়ার জন্য আসিবের মুখে বিষ ঢেলে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন স্বজনরা। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় মারা যায় আসিব। আসিবের এমন মৃত্যুর ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার অপর শিক্ষক আবুল হাসান খানকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৪০৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।