জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন বৃহস্পতিবার।
ঢাকা: একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হচ্ছে বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে। এদিন বিকেল সোয়া ৪টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে।
গত ১৬ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, এবারের অধিবেশনও সংক্ষিপ্ত হবে।
গত চতুর্থ অধিবেশন গত ৮ সেপ্টেম্বর শুরু হয়ে ১২ সেপ্টম্বর শেষ হয়। তবে অধিবেশন শুরুর আগে বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ কত কার্যদিবস হবে তা ঠিক হবে।
সূত্রে আরও জানায়, চলমান বিভিন্ন রাজনৈতিক ও সমাজিক বিষয় এ অধিবেশনে আলোচনায় উঠে আসবে। এসব ইস্যুতে এবারের সংসদ অধিবেশন উত্তপ্ত থাকবে।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসকে/আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।