বুধবার (৬ নভেম্বর) বিকেলে সংসদ ভবনের আইপিডি হলরুমে শিশু অধিকার বিষয়ক সংসদীয় ককাস এর সঙ্গে বেসরকারি সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (এএসডি) আয়োজিত ‘শিশু সুরক্ষায় আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ দাবি জানান।
বক্তারা আরও বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে শিশুদের সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি সংগঠনগুলোকে এক জোট হয়ে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া। সভাপতিত্ব করেন শিশু অধিকার বিষয়ক পার্লামেন্টারিয়ান ককাসের সভাপতি মো. শামসুল হক টুকু।
সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী, শামীম হায়দার পাটোয়ারী, আরমা দত্ত, উম্মে ফাতেমা নাজমা বেগম, অপরাজিতা হক, রাবেয়া আলীম, তামান্না নুসরাত (বুবলী), রওশন আরা মান্নান, মো. রেজাউল করিম বাবলু, আবিদা আঞ্জুম মিতা, সৈয়দা রুবিনা আক্তার মিরা, এএসডির নির্বাহী পরিচালক জামিল এইচ চৌধুরী, বাংলাদেশ শিশু অধিকার ফোরামের পরিচালক আবদুছ সহিদ মাহমুদ, এসওএস শিশু পল্লী বাংলাদেশের ন্যাশনাল ফোকাল পার্সন (শিশু সুরক্ষা) চায়না রানী সাহা প্রমুখ।
সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন এএসডির ডিসিএইচআর প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক ইউকেএম ফারহানা সুলতানা। সভা পরিচালনা করেন দিলরুবা সাথী।
সভায়র মূল বক্তব্য ছিলেন ইউকেএম ফারহানা সুলতানা। শিশু অধিকার সুরক্ষায় প্রচলিত আইনগুলো প্রয়োগ ও বাস্তবায়ন নিশ্চিত করা, শিশু অধিকার সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি, কোনো শিশু পথে থাকবে না- প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বন্ধ করার দাবি জানানো হয়।
বাংলাদেশ সময়: ০৫২২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
এমএএম/আরআইএস/