ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভোক্তা-অধিকারের অভিযানে ১২৪ প্রতিষ্ঠানকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
ভোক্তা-অধিকারের অভিযানে ১২৪ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকা: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকিকালে বিভিন্ন অপরাধে ১২৪টি প্রতিষ্ঠানকে ৭ লাখ ৪১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাজার তদারকিতে ৪৯ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগর, চট্টগ্রাম মহানগর, কিশোরগঞ্জ, মুন্সীগঞ্জ, ময়মনসিংহ, রাজবাড়ী, জামালপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ফেনী, রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, খুলনা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম-এ বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।


 
ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার, সহকারী পরিচালক ফাহমিনা আক্তার, মো. মাগফুর রহমান, ইন্দ্রানী রায় ও ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল রাজধানীর পল্লবী,  তেজগাঁও এবং যাত্রাবাড়ী এলাকায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেন। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরির অপরাধে সৌদিয়া ক্যাটারিং অ্যান্ড রেস্টুরেন্ট, খোকন হোটেল, নিউ প্রিয়জন রেঁস্তোরাকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
 
পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে রাজধানীর সাব্বির মুরগির দোকান, ফারুক মুরগির দোকান, কাসেম স্টোর, নানার দোয়া, মিমি ভ্যারাইটিস স্টোর, আরিফ স্টোর, মদীনা ট্রেডিং, জনতা ট্রেডার্স, ইউর ওয়াল্ড, নীড় এন্টারপ্রাইজ, বৈশাখী বাণিজ্যালয়, ভাই ভাই স্টোর, সাদিয়া এন্টারপ্রাইজকে জরিমানা করা হয়।

পণ্যের মোড়কে পণ্যর মূল্য লেখা না থাকার অপরাধে মনির চাঁন, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
এছাড়া দেশব্যাপী ৪৩টি বাজার তদারকি কার্যক্রমের মাধ্যমে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি, পণ্যের মোড়কে মূল্য লেখা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ বিক্রয়, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ, প্রতিশ্রুত পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা, ভেজাল ওষুধ বিক্রয়, বাটখারা বা ওজন পরিমাপক যন্ত্রের কারচুপি, ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয়, সেবা গ্রহীতার জীবন বা নিরাপত্তা বিপন্নকারী কার্যকলাপ, ওজনে কারচুপি, সেবা প্রদানে অবহেলা এবং পণ্যের মূল্যের তালিকা প্রদর্শন না করার অপরাধে ১০৩টি প্রতিষ্ঠানকে পাঁচ লাখ এক হাজার টাকা জরিমানা করা হয়।
 
এদিকে, লিখিত অভিযোগে ভিত্তিতে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রির অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
       
বাংলাদেশ সময়: ০৫৫৩ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমআইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।