ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়ি জেলার ৩৭ বছর পূর্তিতে শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৬ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
খাগড়াছড়ি জেলার ৩৭ বছর পূর্তিতে শোভাযাত্রা

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার ৩৭ বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালিত হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সকালে স্থানীয় সংগঠন ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশনের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর সংলগ্ন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়।

পরে সেখানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

এতে খাগড়াছড়ির ভারপ্রাপ্ত সিভিল সার্জন মিটন চাকমা, ব্লাড ডোনারস অ্যাসোসিয়েশেনের উপদেষ্টা ধীমান খীসা, নজরুল ইসলাম বাবলু, সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন কায়েশ, সাধারণ সম্পাদক মেহেদি হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।