ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৯টি দেশীয় বন্দুকসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
২৯টি দেশীয় বন্দুকসহ ২ অস্ত্র ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ২৮টি দেশীয় তৈরি বন্দুক, একটি এলজি ও এক রাউন্ড কার্তুজ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) টুটুল চক্রবর্তী।  

আটকরা হলেন, পাবনা সদরের ভাওডাঙ্গা কালুপাড়া গ্রামের মৃত ইমান আলীর ছেলে আব্দুল ওহাব (৩৫) ও খয়েরবাগান গ্রামের আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান মিজান (১৯)।

 

সম্মেলনে এসপি টুটুল চক্রবর্তী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (০৬ নভেম্বর) রাতে সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি বন্দুক,  একটি এলজি ও এক রাউন্ড কার্তুজসহ ওই দুই যুবককে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে বৃহস্পতিবার ভোরে পাবনা সদরের ভারারা ইউনিয়নের কালুপাড়া গ্রামে অভিযান চালিয়ে আরও ২৮টি দেশীয় তৈরি বন্দুক জব্দ করা হয়।  

সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার, গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ওহেদুজ্জামান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
কেএআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।