ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রূপসী বাংলা পুরস্কার পেলেন ৮ ফটোসাংবাদিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
রূপসী বাংলা পুরস্কার পেলেন ৮ ফটোসাংবাদিক

ঢাকা: বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রূপসী বাংলা ফটো প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী তিন জন, বিশেষ জুরিবোর্ড অ্যাওয়ার্ড এক জনকে এবং চার জনকে বিশেষ পুরস্কারসহ মোট আট ফটোসাংবাদিক রূপসী বাংলা পুরস্কার পেয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর প্রেসক্লাবে রূপসী বাংলা জাতীর ফটো প্রদর্শনী ও প্রতিযোগিতা-১৪২৬’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মধ্যে ক্রেস্ট, সনদ ও নগদ অর্থ প্রদান করা হয়।

রূপসী বাংলা জাতীয় ফটো প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পান নিউ এজ’র ফটোসাংবাদিক আব্দুল্লাহ অপু, দ্বিতীয় পুরস্কার তুর্কি ভিত্তিক আনাদলু ফটো এজেন্সির ফটোসাংবাদিক জাকির হোসেন চৌধুরী এবং তৃতীয় পুরস্কার পান বণিক বার্তার ফটোসাংবাদিক শেখ সোহেল আহমেদ।

বিশেষ জুরিবোর্ড অ্যাডওয়ার্ড পান আন্ডার ওয়াটার ফটোগ্রাফির ফটোসাংবাদিক শরীফ সারোয়ার। এছাড়া বিশেষ পুরস্কার পান- বিডিনিউজটোযেন্টিফোর.কমের ফটোসাংবাদিক আসিফ মাহমুদ অভি, আমাদের সময়’র ফটোসাংবাদিক আল আমিন নিয়ন, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের ফটোসাংবাদিক শরিফুল আলম ও সমকালের ফটোসাংবাদিক মো. সাজ্জাদ মাহমুদ নয়ন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মোহাম্মদ এনায়েত করিম প্রমুখ। এসময় অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম সাংবাদিকদের দুঃখ, কষ্টের কথা তুলে ধরে বলেন, সাংবাদিকতা একটা থ্যাংকলেস জব। একজন ভালো সাংবাদিকের কোনো ভালো বন্ধু থাকে না। পরিবার-পরিজন নিয়ে কষ্ট করে জীবনযাপন করেন। প্রয়োজনের চেয়ে কম বেতন পান। কোনো মিডিয়া হাউজ ঠিক মতো বেতন দেয় না। তবে কৃতিত্বটা অমরত্বই থেকে যায়। একটা পুরস্কার কাজের মধ্যে আনন্দ, উৎসাহ, উদ্যম ফিরে আনে।

এসময় তিনি বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের স্থায়ী জায়গা, ভবন মেরামত, এসিসহ অডিটরিয়ামের ব্যবস্থা করবেন বলে জানান। একইসঙ্গে সাংবাদিকদের গণপূর্ত মন্ত্রণালয়ের ১২টি দপ্তরের দুর্নীতি জনসম্মুখে তুলে আনার আহ্বান জানান মন্ত্রী।

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম জয়ীদের হাতে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ তুলে দেন।

বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
পিএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।