বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় নগর ভবন প্রাঙ্গণে সাদেক হোসেন খোকার মরদেহ নেওয়া হয়। সে সময় সাবেক এ মেয়রের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সাঈদ খোকন।
এছাড়া সাবেক ও বর্তমান কাউন্সিলর, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ ইমদাদুল হক, বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ বিপুল সংখ্যক মানুষ এ সময় খোকার মরদেহে শ্রদ্ধা জানান।
নগর ভবন প্রাঙ্গনে জানাজা শুরুর আগে মেয়র সাঈদ খোকন নগরবাসীর উন্নয়নে মরহুম সাদেক হোসেন খোকার বিভিন্ন অবদানের কথা উল্লেখ করে বলেন, দেশবাসী তার এ অবদানের কথা স্মরণ করবে। সাঈদ খোকন মরহুমের রুহের মাগফিরাত কামনা ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
জানাজায় মেয়র সাঈদ খোকনের সঙ্গে সাদেক হোসেন খোকার দুই ছেলে ইসরাক হোসেন ও ইসরাফ হোসেন, সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা কাজী আবুল বাশার, বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স, ডিএসসিসির বর্তমান কাউন্সিলররা, নগর ভবনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী ও অন্যান্য লোকজন শরীক হন।
বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমএইচ/এইচজে