নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলার একটি চিপস কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাশ এ জরিমানা করেন।
সূত্র জানায়, উপজেলার লক্ষ্মীপাশা বাজার এলাকায় একটি স্থানীয় চিপস কারখানাতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়ম পাওয়া যায়।
এসময় কারখানা মালিক আইতুল্লাহ খমিনিকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার আইনে কারখানা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিয়াংকা দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমআরএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।