ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৭শ টাকার জন্য বড়ভাই খুন, ছোটভাই গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ৭, ২০১৯
২৭শ টাকার জন্য বড়ভাই খুন, ছোটভাই গ্রেফতার

ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় পাওনা ২৭শ টাকার দ্বন্দ্বে বড়ভাই কবিরকে (২৪) খুনের ঘটনায় ছোটভাই সবুজকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) ডেমরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

ওসি সিদ্দিকুর রহমান জানান, মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত রাতে পূর্ব বক্সনগরের বাসিন্দা সবুজ ও তার বড়ভাই কবিরের মধ্যে পাওনা ২৭শ টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। বাদানুবাদের একপর্যায়ে কবিরকে উপর্যপুরি ছুরিকাঘাত করেন সবুজ। এ সময় কবিরের চিৎকারে স্থানীয়রা চলে এলে সবুজ পালিয়ে যান। পরে স্থানীয়রা কবিরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় বুধবার (৬ নভেম্বর) কবিরের বাবা আতোয়ার রহমান খাঁন ডেমরা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে পুলিশের ধারাবাহিক অভিযানের একপর্যায়ে ডেমরা থানা এলাকা থেকে সবুজকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
পিএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।