বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের রশিদ দেওহাটা বেঙ্গল মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কামাল হোসেন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুর গ্রামের বাসিন্দা।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান বাংলানিউজকে জানান, কামাল হোসেন ঢাকার একটি বায়িং হাউজে চাকরি করতেন। বেলা ১১টার দিকে তিনি তার পরিবারের সঙ্গে সর্বশেষ কথা বলেছেন। মহাসড়কের ওইস্থানে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে বিকেলে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের হাত-মুখ বাঁধা দেখে মনে হচ্ছে অন্য কোথাও হত্যা করে মরদেহটি ঘটনাস্থলে ফেলে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসএইচ