বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় সরকারি কর্মকর্তা, এনজিওকর্মী, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিসহ মোট ৩০ জন অংশ নেন।
আরপিএটিসির উপ-পরিচালক মো. তবিবুর রহমানের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিপিএটিসির পরিচালক ড. মোহাম্মদ আমজাদ হোসেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, এসডিজি বাস্তবায়ন করতে হলে সম্মিলিত প্রচেষ্টা দরকার। এক্ষেত্রে বিদ্যমান অসমতা দূর করাটা সবচেয়ে জরুরি। কাউকে পেছনে ফেলে রেখে এসডিজি বাস্তবায়ন সম্ভব নয়।
পরে প্রধান অতিথি অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করেন।
এর আগে রোববার (৩ নভেম্বর) প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর (সচিব) মো. রকিব হোসেন।
বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, নভেম্বর ০৭ , ২০১৯
এমআরএম/এবি