ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মায় ধরা পড়লো ২৪ কেজি ওজনের কাতল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৮ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
পদ্মায় ধরা পড়লো ২৪ কেজি ওজনের কাতল

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২৪ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ইসহাক সরদার নামে এক জেলের জালে এ কাতল মাছটি ধরা পড়ে।

জেলে ইসহাক সরদার জানান, জালে মাছটি ধরা পড়ার পর দৌলতদিয়া ঘাট প্রান্তে নিয়ে এলে এটিকে একনজর দেখতে শত শত উৎসুক জনতা ভীড় জমায়।

পরে মাছটি দৌলতদিয়া ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী শাহজাহানের কাছে বিক্রি করি।

মৎস্য ব্যবসায়ী শাহজাহান বাংলানিউজকে বলেন, প্রতিদিনের মতো বুধবার দিবাগত রাতে সহযোগিদের নিয়ে পদ্মায় মাছ শিকার যান জেলে ইসহাক। বৃহস্পতিবার ভোরের দিকে দৌলতদিয়া ঘাটের উজানে রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা এলাকায় তারা জাল ফেলেন। আর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বেথুরি এলাকায় গিয়ে জাল ওঠানো শুরু করেন। ভোরের দিকে মাছটি তুলে দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ে আসেন। কাতল মাছটির ওজন ২৪ কেজি। নদীতে বড় কাতল মাছ ধরা পড়ার খবর পেয়ে ছুটে আসেন কয়েকজন ব্যাপারী। পরে ১৪৫০ টাকা কেজি দরে মাছটি কিনে আবার ২ হাজার টাকা দরে বিক্রি করেছি।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান, নদীতে এ মৌসুমে বড় আকারের অনেক মাছই ধরা পড়বে। তবে বিশাল আকারের এ কাতল মাছটি ধরা পড়ার খবরটি ভালো।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।