ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

প্রেসক্লাবের সামনে বাসচাপায় নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
প্রেসক্লাবের সামনে বাসচাপায় নারীর মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বাসচাপায় রিনা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পথচারীরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন।

পথচারী মেজবা উল করিম বাংলানিউজকে বলেন, জাতীয় প্রেসক্লাবের বিপরীতে যাত্রীর ছাউনির সামনে পল্টনগামী একটি যাত্রীবাহী বাসের চাপায় ওই নারী গুরুতর আহত হন। তাকে উদ্ধার ঢামেক হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টার দিকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, নিহত নারীর স্বামী মৃত বাবুল মিয়া। তাদের দুই সন্তান। মেয়ে রুনা সেগুনবাগিচা স্কুল এলাকায় থাকেন আর ছেলে রানাকে নিয়ে পুরান ঢাকার নাজিরাবাজার আগা সাদেক রোড এলাকায় থাকতেন রিনা বেগম।  

রানা বাংলানিউজকে জানান, তার মা সেগুনবাগিচায় বোনের বাসায় গিয়েছিলেন। সেখান থেকে পুরান ঢাকায় ফেরার পথে প্রেসক্লাব সংলগ্ন রাস্তায় দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এজেডএস/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।