ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ডোমারে লরিচাপায় ছেলে নিহত, মা হাসপাতালে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
ডোমারে লরিচাপায় ছেলে নিহত, মা হাসপাতালে

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলায় তেলবাহী লরিচাপায় গাউসুল আযম বাবু (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এসময় তার মা গুলসান আরা বেগম (৫০) গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (০৭ নভেম্বর) বিকেলে উপজেলার ডোমার পৌর শহরের এমপির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে দেবীগঞ্জ থেকে নিজের মোটরসাইকেলে করে বাবু তার মা গুলসান আরাকে নিয়ে ডোমারে দিকে আসছিলেন।

পথে ওই এমপির মোড় এলাকায় পৌঁছালে তেলবোঝাই একটি লরি তাদের মোটরসাইকেলটিকে সামনে থেকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পুকুরে উল্টে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই বাবু নিহত হন এবং তার মা গুরুতর আহত হন। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বাংলানিউজকে জানান, দুর্ঘটনায় নিহতের মা গুরুতর আহতাবস্থায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। ঘাতক লরিটি জব্দ করা হলেও চালক ও তার সহযোগী (হেলপার) পলাতক রয়েছেন। তবে তাদের আটকের চেষ্টা চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।