ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুরুষতান্ত্রিক আচরণ থেকে বের হয়ে আসার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
পুরুষতান্ত্রিক আচরণ থেকে বের হয়ে আসার আহ্বান

ব‌রিশাল: বরিশালে মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, পুরুষতান্ত্রিক আচরণ থেকে বেরিয়ে আসতে পারলেই আমরা আগামীর লক্ষ্যমাত্রায় পৌঁছাতে সক্ষম হবো।

বুধবার (০৭ নভেম্বর) বরিশাল নগরের বান্দরোডস্থ পুলিশ অফিসার্স মেসে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) কর্তৃক আয়োজিত বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক বরিশাল বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা ও কর্মশালায় তিনি এ কথা বলেন।

বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল রেঞ্জ উইমেন নেটওয়ার্কের সদস্য সচিব রুনা লায়লার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলস্থ পুলিশ ট্রেনিং সেন্টারের ডেপুটি কমান্ডেন্ট ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সহ-সভাপতি শামীমা বেগম।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এহসান উল্লাহ, বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ঢাকাস্থ স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার (পাসপোর্ট) ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।  

অনুষ্ঠানে র‌্যাব-৮ এর কমান্ডিং অফিসার এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল রেঞ্জ উইমেন নেটওয়ার্কের সভাপতি আতিকা ইসলামের সভাপতিত্বে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।