বুধবার (০৭ নভেম্বর) বরিশাল নগরের বান্দরোডস্থ পুলিশ অফিসার্স মেসে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) কর্তৃক আয়োজিত বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক বরিশাল বিভাগীয় আঞ্চলিক সমন্বয় সভা ও কর্মশালায় তিনি এ কথা বলেন।
বরিশাল মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স) এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল রেঞ্জ উইমেন নেটওয়ার্কের সদস্য সচিব রুনা লায়লার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলস্থ পুলিশ ট্রেনিং সেন্টারের ডেপুটি কমান্ডেন্ট ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সহ-সভাপতি শামীমা বেগম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. এহসান উল্লাহ, বরিশালের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ঢাকাস্থ স্পেশাল ব্রাঞ্চের বিশেষ পুলিশ সুপার (পাসপোর্ট) ও বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন ও ঝালকাঠি জেলার পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।
অনুষ্ঠানে র্যাব-৮ এর কমান্ডিং অফিসার এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও বরিশাল রেঞ্জ উইমেন নেটওয়ার্কের সভাপতি আতিকা ইসলামের সভাপতিত্বে পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৯
এমএস/এইচএডি/