ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতীবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
হাতীবান্ধায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকচাপায় খায়রুল ইসলাম (৩৫) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দিনগত রাত ১০টার দিকে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কের উপজেলার সিংগিমারী শস্যগুদাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খায়রুল ইসলাম পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের আমির আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রংপুর থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন খায়রুল ইসলাম। এ সময় উপজেলার সিংগিমারী শস্যগুদাম এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা লালমনিরহাটগামী পণ্যবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

হাতীবান্ধা উপজেলার বড়খাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, স্থানীয়রা নিহতের পরিচয় শনাক্ত করতে না পারলেও পরবর্তীতে তার পরিবারের লোকজন পরিচয় শনাক্ত করেন। ঘাতক ট্রাকটিকে আটক করার আগেই পালিয়ে গেছে। তবে, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।