শুক্রবার (০৮ নভেম্বর) ব্রিজের ১৪ নম্বর গার্ডারের নিচে পদ্মা নদীর ধার থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে হার্ডিঞ্জ সেতুর নিচে পদ্মা নদীর ধারে যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর স্থানীয়রা।
পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম শহীদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
এ ব্যাপারে পাবনার ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বাংলানিউজকে জানান, উদ্ধার হওয়া নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা মেডিক্যাল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের কোনো ওয়ারিশ না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুল ইসলামে তাকে দাফন করা হবে।
এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এসআরএস