শুক্রবার (৮ নভেম্বর) বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র আয়োজিত মানববন্ধনে তিনি এ আহ্বান জানান।
অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, শ্রমিক ঠকানোর ও নির্যাতনের আইন বন্ধ করুন।
গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি কাজী রুহুল আমিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, শফিকুল ইসলাম, মো. শাজাহান, জালাল হাওলাদার প্রমুখ।
একই সময় শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ এবং শ্রম আইন ও বিধিমালা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতি।
এছাড়াও, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আইএলও কনভেনশন ১০২ এবং ১৯০ বাংলাদেশ সরকারের অনুস্বাক্ষরের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বাংলাদেশ সরকার এ দু’টি কনভেনশনে স্বাক্ষর না করা পর্যন্ত প্রচারণা কর্মসূচি চলবে বলে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে মানববন্ধনে ঘোষণা দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
আরকেআর/এফএম