ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাসের ধাক্কায় লেগুনা খাদে পড়ে চালকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
বাসের ধাক্কায় লেগুনা খাদে পড়ে চালকের মৃত্যু

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বাসের ধাক্কায় লেগুনা খাদে পড়ে চালক আরিফের (২০) মৃত্যু হয়েছে। 

শুক্রবার (০৮ নভেম্বর) সকালে রংপুর-ঢাকা মহাসড়কে উপজেলার মহেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরিফ জেলার সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের ট্রাকচালক সঞ্জু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে লেগুনা নিয়ে বের হন আরিফ। তিনি ধাপেরহাট থেকে পলাশবাড়ী আসার পথে মহেশপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী হানিফ এন্টারপ্রাইজের একটি বাস লেগুনাটিকে ধাক্কা দেয়।  এতে লেগুনাটি মহাসড়কের পাশে খাদে পড়ে ঘটনাস্থলেই চালক আরিফের মৃত্যু হয়। তখন লেগুনায় কোনো যাত্রী ছিল না।

পলাশবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মাইদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।