শুক্রবার (০৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আসিফ কুড়িগ্রামের অলিপুর থানার ধনিরাম এলাকার আতাউর রহমানের ছেলে।
শ্রীপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আক্তার হোসেন বাংলানিউজকে জানান, বহেরারচালায় বাসা ভাড়া করে থাকতেন আসিফ। বৃহস্পতিবার (০৭ নভেম্বর) দিনগত রাতে কারখানা থেকে বের হয়ে আর বাসায় ফেরেননি তিনি।
শুক্রবার সকালে উপজেলার বহেরারচালা এলাকায় একটি কলাবাগানে আসিফের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা।
আক্তার হোসেন জানান, ঘটনাস্থলে পৌঁছে আসিফের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশের ধারণা, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে পালিয়ে গেছে।
এ বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
আরএস/কেএসডি/