ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নড়াইলে জমে উঠেছে কাত্যায়নী পূজা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৯
নড়াইলে জমে উঠেছে কাত্যায়নী পূজা ফাইল ফটো

নড়াইল: নড়াইলে জমে উঠেছে কাত্যায়নী পূজা। পূজা-অর্চনা, ঢাক-ঢোলের শব্দ আর আনন্দ-বিনোদন মধ্য দিয়ে চলছে পূজা।

নড়াইল সদরের মাইজপাড়া বাজার এলাকায় উড়ানী-মাইজপাড়া সার্বজনীন কাত্যায়নী পূজা মণ্ডপে জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে পূজা হচ্ছে। প্রতিদিন সন্ধ্যা থেকে রাত অবধি ভিড় থাকে মণ্ডপে।

কাত্যায়নী পূজা উপলক্ষে মেলা বসেছে।  ছবি: বাংলানিউজ

মন্দির কমিটির সভাপতি বিশ্বজিত দাস বাংলানিউজকে বলেন, ২৫ বছর ধরে উড়ানী-মাইজপাড়া সার্বজনীন পূজা মণ্ডপে কাত্যায়নী পূজা হয়। এরই ধারাবাহিকতায় গত ২ নভেম্বর শনিবার থেকে পূজা শুরু হয়েছে। শেষ হবে আগামী ৯ তারিখে। কাত্যায়নী পূজা উপলক্ষে মাইজপাড়াসহ বিভিন্নস্থানে মেলা বসেছে।

নড়াইল জেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি অশোক কুন্ডু বাংলানিউজকে জানান, এ বছর জেলায় ৫৮টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।