শুক্রবার (০৮ নভেম্বর) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় ডিসি মতিউল ইসলাম চৌধুরী বাংলানিউজকে এ তথ্য জানান।
জরুরি মূহূর্তে জেলা প্রশাসনকে সহায়তা করবে নৌ ও সেনাবাহিনী।
সভায় ডিসি মতিউল ইসলাম চৌধুরী বলেন, জেলায় মোট ৪০৩টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া সার্বিক বিষয় মনিটরিং করতে ডিসি কার্যালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের ফোন নম্বর- ০৪৪১৬২৩৯৪ এবং মোবাইল নম্বর- ০১৩১৭৩৬৫১১৩।
এদিকে, দুর্যোগে মানবিক সহায়তার জন্য ১০০ মেট্রিক টন চাল, ২ লাখ ৭৫ হাজার টাকা, ১৬৬ বান্ডিল টিন এবং ৩ হাজা ৫০০টি কম্বল মজুদ রাখা হয়েছে।
সভায় উপস্থিত পটুয়াখালী সিভিল সার্জনের প্রতিনিধি ডা. আব্দুল মোনায়েম সাদ বাংলানিউজকে বলেন, জেলা স্বাস্থ্য বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রতিটি উপজেলা একটি কন্ট্রোল রুম গঠন করতে বলা হয়েছে। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সগুলোও প্রস্তুত রাখা হয়েছে।
পটুয়াখালী শেখ হাসিনা সেনানিবাসের প্রতিনিধি ক্যাপ্টেন শিবলী বাংলানিউজকে বলেন, সরকারের সবশেষে রিসোর্স হিসেবে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ বাংলানিউজকে বলেন, দুর্যোগের আগাম প্রচার-প্রচারণায় এবং ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য আমরা প্রস্তুত রয়েছি।
ডিসি মতিউল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, শেখ হাসিনা সেনানিবাসের ক্যাপ্টেন শিবলী, কোস্ট গার্ডের সাব লেফটেন্যান্ট মুমিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লতিফা জান্নাতি, প্রেসক্লাবের আহ্বায়ক স্বপন ব্যানার্জীসহ বিভিন্ন সরকারের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এসআরএস