ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাতিয়া উপকূলে নৌযান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৯
হাতিয়া উপকূলে নৌযান চলাচল বন্ধ

নোয়াখালী: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র কারণে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ৪ নম্বর সতর্ক সংকেতের আওতায় থাকায় শুক্রবার দুপরের পর থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার (০৮ নভেম্বর) সকাল থেকে হাতিয়া উপকূলের বিভিন্ন অঞ্চলে একটি করে সিগন্যাল পতাকা উত্তোলন করা হয়েছে।

এদিকে, শুক্রবার ভোর থেকে হাতিয়াসহ জেলার বিভিন্ন উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

আকাশ মেঘলা থাকায় দিনের বেলায় সূর্য দেখা যায়নি।

হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুর-এ-আলম বাংলানিউজকে জানান, ৪ নম্বর সতর্ক সংকেত থাকায় সব নৌযান বন্ধ রয়েছে। দুর্যোগ মোকাবেলায় সকল ইউপি চেয়ারম্যানকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।