শুক্রবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টা থেকে নৌরুটে বৈরী আবহাওয়ার কারণে নৌযান বন্ধ ঘোষণা করা হয়।
এ তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিএ’র শিমুলিয়া ঘাট পরিদর্শক মো. সোলেমান জানান, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক সাফায়েত আহমেদ জানান, বৃষ্টির কারণে যাত্রীদের উপস্থিতি কম। বর্তমানে শিমুলিয়া ঘাটে ২ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে পণ্যবাহী ট্রাক ও প্রাইভেটকারের সংখ্যাই বেশি। এই রুটে বর্তমানে দুইটি রো রোসহ ১৩টি ফেরি চলাচল করছে। বৈরী আবহাওয়া মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৯
আরএ