লন্ডনের বাংলাদেশ হাইকমিশন সূত্র জানায়, মেলার আকর্ষণ হিসেবে থাকবে কমনওয়েলথ দেশগুলোর ঐতিহ্যবাহী বিভিন্ন হস্তশিল্প ও পণ্য প্রদর্শনী, ফ্যাশন শো, সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র এবং বিভিন্ন দেশের রকমারি খাবারের স্টল।
কমনওয়েলথ মেলার প্রবেশমূল্য ও মেলা থেকে বিক্রিবাবদ প্রাপ্ত যাবতীয় অর্থ বাংলাদেশসহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর সুবিধাবঞ্চিত ও মেধাবী কন্যাশিশুদের বৃত্তির লক্ষ্যে কমনওয়েলথ গার্লস এডুকেশন ফান্ডে দেওয়া হবে।
লন্ডনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর হাইকমিশন এ মেলার আয়োজন করেছে। মেলার প্রবেশমূল্য ৫ পাউন্ড। শিশুদের জন্য ৩ পাউন্ড। মেলায় অংশগ্রহণের জন্য যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনাতাসনীম প্রবাসী বাংলাদেশি নাগরিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৯
টিআর/এএ